
স্টাফ রিপোর্টার ॥
দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ভোলার আলতাজের রহমান কলেজ ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে আলতাজের রহমান কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এর আগে, রোববার (৯ মার্চ) ছাত্রদলের দফতর স¤পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ মানববন্ধনের কর্মসূচির ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,ভোলা জেলা ছাত্রদল নেতা জি এম ছানাউল্লাহ, আলাতজের রহমান কলেজের ছাত্রদল নেতা মো. আশিক রহমান প্রান্ত, মো. ফাহাদ, হাবিব নবাব, মো. ইয়াফি, মো. আজিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানকভাবে অবনতি ঘটেছে। দেশজুড়ে বিরাজ করছে অস্থিরতা। চলছে সন্ত্রাস, নৈরাজ্য। সম্প্রতি মাগুরার শিশুকন্যা আছিয়া ধর্ষণের শিকার হয়েছে। শুধু আছিয়া নয়, দেশের বিভিন্ন স্থানে খুন, ছিনতাইসহ ধর্ষণের ঘটনা ঘটছে। এমন নৈরাজ্যকর পরিস্থিতি প্রতিবাদে ও সকল অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১:১৪:১৬ ১৯৪ বার পঠিত