ধর্ষনের বিচার দাবীতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

প্রচ্ছদ » নারী ও শিশু » ধর্ষনের বিচার দাবীতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

দেশব্যাপী সকল ধর্ষনের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সকল ধর্ষনের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোমবার (১০ মার্চ) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজের সামনে কলেজ সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ স¤পাদক যোবায়ের হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ আবু জাফর।

প্রধান অতিথি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করে, বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও সকল প্রকার অনৈতিকতা নির্মূল করা সম্ভব।

কলেজ সভাপতি তার বক্তব্যে বলেন, দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। বাংলাদেশে ধর্ষণ আজ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।

কলেজ সভাপতি তার বক্তব্যের শেষে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধর্ষকের শাস্তির বিধান কার্যকর করার জন্য দাবি পেশ করেন “ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে হবে”।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান।

আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মুহাম্মদ হাসান, কলেজ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ওমর, দাওয়া সম্পাদক মুহাম্মদ জাবের, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ জোবায়ের, অর্থ সম্পাদক মুহাম্মদ সোহেল সহ ক্যা¤পাস প্রমূখ নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১:১৩:৪১   ১৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে নির্যাতন ও স্ত্রীকে গণধর্ষণ মামলা দায়ের, আটক-১
ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
চাঁদার টাকা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চরফ্যাশনে ইউএনও’র অফিস সহকারি সহায়তায় ৬ সন্তানের মা উধাও
৬ সন্তানের জননী ও স্বর্ণালংকার নিয়ে যুবকের পলায়ন, সন্তানদের আকুতি ‘আমাদের মা-কে ফেরত দিন’
ইস্পিতার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে ভোলায় ছাত্র ফেডারেশনের মানববন্ধন
‘আমার মেয়ে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে না’
মেঘনার ঢেউয়ে ভাসে জেলেশিশুদের শৈশব
লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া ছাত্রদল নেত্রীর মরদেহ ৪ দিন পর উদ্ধার



আর্কাইভ