
মনপুরা প্রতিনিধি ॥
‘মহিলা কর্মকর্তা নেই, মনপুরায় পালিত হয়নি নারী দিবস” এই শিরোনামে গত ৮,৯ মার্চ সংবাদ প্রকাশের পর ভোলার মনপুরায় অবশেষে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। সোমবার (১০ মার্চ) দুপুর ১১ টায় উপজেলা হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে নারী দিবস শনিবার (৮ মার্চ) দেশব্যাপি পালন করা হলেও মনপুরা উপজেলায় পালন হয়নি।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক এর সভাপতিত্বে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুর নবী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা জামায়াতের আমীর মাও. আমিমুল ইসলাম জসিম, কৃষি কর্মকর্তা মাহমুদ আবদুল্লাহ আল নোমান,পল্লী উন্নায়ন কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু ভূঁইয়া, মৎস্য কর্মকর্তা কামাল হোসেন, তথ্য কর্মকর্তা শম্পাসহ অন্যান্যরা।
এই ব্যাপারে মনপুরা উপজেলার অতিরিক্ত দায়িত্বে চরফ্যাসন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী বলেন, ১০ মার্চ মনপুরায় নারী দিবস পালিত হয়েছে। দুই উপজেলার দায়িত্বে থাকায় চরফ্যাসন উপজেলায় যথাসময়ে পালন করা হয়েছে। মনপুরায় ইউএন স্যারের পরামর্শ নিয়ে আজ দিবসটি পালন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১:১১:০৮ ৫৭ বার পঠিত