
দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৮ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়তি রানী কৈরী এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী লাইসেন্স নবায়ন না থাকায় যমুনা ব্রিকস ও ওপি ব্রিকসকে নগদ ৫০ হাজার টাকা করে এবং লাইসেন্স না থাকায় মেঘনা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত ইটভাটা সমূহ বন্ধ ঘোষণার আদেশ দেন ভ্রাম্যমান আদালত। অভিযান চলাকালে ফায়ার সার্ভিস কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১:২৩:৩১ ৬৩ বার পঠিত