
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলায় ৫টি চোরাই গরুসহ আন্তজেলা গরু চোর চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে থানা পুলিশের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আক্তার।
তিনি জানান, গত রোববার (২ মার্চ) রাতে উপজেলার বিচ্ছিন্ন চরকচুয়াখালী এলাকার মো. জাকির মাঝি এবং তার দুই স্বজনের গোয়াল ঘর থেকে রাখালদের ভয়ভীতি দেখিয়ে ও হাত-পা বেঁধে ৯ লাখ ২৫ হাজার টাকা দামের ১৬টি গরু লুট করে ট্রলার যোগে নিয়ে যায় আন্তজেলা গরু চোর চক্রের সদস্যরা। এরপর ভুক্তভোগীরা লালমোহন থানায় একটি মামলা দায়ের করলে ওসি সিরাজুল ইসলাম সঙ্গীয় একটি পুলিশ ফোর্স বরিশাল সদরের বিভিন্ন এলাকা ও পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মাঝের চর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে পাঁচজনকে আটক করেন।
একইসঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলারও উদ্ধার করা হয়। এরপর তাদের তথ্যের ভিত্তিতে ৫টি গরুসহ ওই চর থেকেই আরো ৬ জনকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার জানান, অভিযানে আটককৃতরা হলেন মো. নূরু গাজী (৪৫), জুয়েল মৃধা (৩০), মাঈনুদ্দিন প্যাদা (৩০), আবুল হাশেম (৪০), আবু তাহের (৪৭), নিজাম (৪২), মাজাহারুল হাওলাদার (৩৪), ইসমাত হোসেন (১৯), রেজাউল সরদার (৪৫), জাকির হাওলাদার (৫২) এবং তোফাজ্জল ফরায়েজী (৫৫)।
শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে এই অপরাধী চক্রের বাকি সদস্যদের আটক এবং আরো গরু উদ্ধারের জন্য পুলিশি অভিযান চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭:২৬:০৯ ৯৮ বার পঠিত