
আন্তর্জাতিক ডেস্ক ॥
একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার মতে, সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় আলাউইত সংখ্যালঘু জনগোষ্ঠির ১৬২ জনকে ‘হত্যা’ করেছে। ব্রিটিশভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই অঞ্চলে ‘মাঠ পর্যায়ে মৃত্যূদ-’ কার্যকর করার সময় ১৬২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও পাঁচজন শিশু রয়েছে। লাতাকিয়া অঞ্চলটি দেশটির আলাউইত সংখ্যালঘুদের প্রাণকেন্দ্র এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবারের শক্ত ঘাঁটি। খবর-বিবিসি
তবে বিবিসি জানিয়েছে, তারা এ দাবির সত্যতা যাচাই করে নিশ্চিত হতে পারেনি যে, সিরিয়ার নতুন শাসকদের নিরাপত্তা বাহিনী এই হত্যাকা- ঘটিয়েছে। এর আগে, বিবিসি দুটি ভিডিও যাচাই করে নিশ্চিত হয়েছে যে, লাতাকিয়ায় একটি গাড়ির পেছনে একজনের মৃতদেহ টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
ওই শহরের একজন সিরিয়ান কর্মী বিবিসিকে জানিয়েছেন, সহিংসতায় আলাউইত সম্প্রদায় ‘ভয়ঙ্কর অবস্থায় পড়েছে। তিনি বলেন, আমরা খুবই ভীত বোধ করছি। আমরা হতবাক। প্রতিশোধের ভয়ে নাম প্রকাশে রাজি না হওয়া এই কর্মী আরও জানান, তারা জানেন না কী করতে হবে। তাদের সাহায্য করার জন্য, সুরক্ষার জন্য এগিয়ে আসবে এমন কোনো সরকার বা রাষ্ট্র নেই।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানাকে জানিয়েছে, লাতাকিয়ায় বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে। বিদ্রোহীদের সহিংসতা বন্ধ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫৯ ৩৪ বার পঠিত