
আজকের ভোলা রিপোর্ট ॥
শুক্রবার ৬ই রমজান কে-জাহান মার্কেট মসজিদে বাংলাদেশ খেলাফত আন্দোলন ভোলা জেলার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পশ্চিম ইলিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন বলেন খেলাফত আন্দোলন একটি প্রাচীন ঈমানী আন্দোলন, এই আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত হাফিজ্জী হুজুর (রহঃ) নিঃসন্দেহে একজন বুজুর্গ ছিলেন, তিনি তৌওবার রাজনীতির ডাক দিয়েছিলেন, তার আহ্বানে সাড়া দিয়ে এই দেশের সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে ছিলেন,আজও যদি সমমনা ইসলামী দলসমূহ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী যুদ্ধে নামে পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আলেমদেরকে পরাজিত করতে পারবে। তাই আসুন আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা করতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পতাকা তলে সামিল হই।জেলা প্রচার স¤পাদক মোঃ শাহীন আলম চৌধুরীর সঞ্চালনায় জেলা আমীর মাওঃ আঃ রহমান খান তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওঃ আঃ রহমান চৌধুরী,জেলা সাধারণ সম্পাদক মাওঃ সাইফুর রহমান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ নুরনবী, জেলা সাংগঠনিক স¤পাদক মাওঃ নাজিমউদ্দিন, জেলা নির্বাহী সদস্য মাওঃ হেমায়েত উল্লাহ, ভোলা সদর থানার নায়েবে আমীর মাওঃ আঃ মালেক, থানা সাধারণ স¤পাদক মাওঃ মামুনুর রশিদ, বোরহানউদ্দিন থানার সাধারণ স¤পাদক মুফতী মহিউদ্দীন প্রমুখ।
কোরআন তেলাওয়াত করেন জেলা আইন ও বিচার বিষয়ক স¤পাদক মাওঃ আঃ রহিম।
উপস্থিত ছিলেন ভোলা সদর থানার আমীর মাওঃ হাবীবুল্লাহ তাহেরী, জেলা সহ প্রচার স¤পাদক মুফতী আঃ হান্নান, জেলা শিক্ষা ও প্রশিক্ষণ স¤পাদক মাওঃ আঃ সাত্তার, জেলা সংখ্যালঘু বিষয়ক স¤পাদক হাফেজ হাসনাইন জেলা নির্বাহী সদস্য মাওঃ আঃ শহীদ, থানা সাংগঠনিক স¤পাদক মুফতী নাইম আল হাসান, থানা অর্থ স¤পাদক মোঃ কামাল হোসেন সহ জেলা ও বিভিন্ন থানা নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২৩:২৬:১৪ ১২৭ বার পঠিত