
তানজিল হোসেন ॥
ভোলায় এক অসহায় দুস্থ পরিবারের সাথে দেখা করতে গেলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ। গত ৯ জানুয়ারি ২০২৫ অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরে প্রকাশিত ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের আফজাল পাটোয়ারী বাড়ির এক অসহায় দুস্থ পরিবারের বাস্তব চিত্র তুলে ধরা হয়।
উক্ত সংবাদটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নজরে আসলে তারা ৩ মার্চ (সোমবার) দুপুর ৩টার সময় সংগঠনের সদস্যবৃন্দরা পরিবারটিকে স্বচক্ষে দেখতে যান। তারা দেখতে পান যে পরিবারটির অবস্থা খুবি শোচনীয় ইতি মধ্যে পরিবাটিকে ধনিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৫’হাজার টাকা উপহার দেওয়া হয়েছে।
উক্ত পরিবারটিকে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মাহে রমজানের ইফতার সামগ্রী প্রদান করা হয়। উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক মোঃ আবু নাঈম, দপ্তর সম্পাদক মোঃ ইমতিয়াজ আহমেদ নাছিম ও কার্যনির্বাহী সদস্য তানজিল হোসেনসহ স্থানীয় লোকজন।
বাংলাদেশ সময়: ০:০৫:৪৫ ১৫৪ বার পঠিত