আরিফ পণ্ডিত, বোরহানউদ্দিন।।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন প্রতিযোগিতা ২০২৫। “এসো দেশ বদলাই, বিশ্ব বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় তরুণদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ৮টায় ৫ কি.মি মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দক্ষিণ বাসস্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সামনে থেকে শুরু করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এই প্রতিযোগিতায় মোট ৭১জন প্রতিযোগী ম্যারাথনে অংশ নেন।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান-উজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, স্থানীয় ছাত্র প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ।
প্রতিযোগিতার জন্য নির্ধারিত সময় ছিল ৪৫ মিনিট । তবে সবাইকে চমকে দিয়ে মাত্র ১৮ মিনিটে দৌড় শেষ করে হুমায়ুন কবির প্রথম স্থান অধিকার করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এ আয়োজনে বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দল ভলান্টিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হয়।
বাংলাদেশ সময়: ০:০০:৫৪ ১৪৩ বার পঠিত