ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অপরিকল্পিত ভবন নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রচ্ছদ » খেলা » ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অপরিকল্পিত ভবন নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



---স্টাফ রিপোর্টার।।

ভোলা শহরের প্রান কেন্দ্রে সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অপরিকল্পিত ভবন নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে স্কুলের মাঠে ভোলা খেলার মাঠ রক্ষা স্বার্থ কমিটির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্কুলের সাবেক শিক্ষার্থী, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তরা বলেন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল কম্পাউন্ডের মধ্যে প্রচুর জায়গা থাকা সত্ত্বেও স্কুলের খেলার মাঠে শিক্ষা অধিদফতর অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করতে যাচ্ছে। এতে করে এই মাঠটি আরো সংর্কিন হয়ে যাবে। ফলে এই মাঠে স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সুস্থ থাকার জন্য নিয়মিত শারীর চর্চা করে থাকে তা ব্যাহত হবে। তাই খেলার মাঠটি ছেড়ে ভবন নির্মাণের দাবি স্থানীয়দের।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, খেলার মাঠ হত্যা বন্ধ করে শিশু-কিশোরদের সুস্থ জীবন গড়ে তোলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। একই সঙ্গে খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধ না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের সাবেক শিক্ষার্থী কামাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ক্রিকেট কোচ নজরুল হুদা গোফরান,জাহিদ হাসান আলমাস, আলমগীর, জাফর, রহমান, নিয়াজ মোর্শেদ, মেহেদী হাসান, জাকারিয়া প্রমুখ।

এসময় বক্তারা মাস্টারপ্ল্যান ব্যতীত সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া সাবেক খেলোয়াড়রা বলেন, ‘আমাদের ভোলাতে তেমন কোনো খেলার মাঠ না থাকায় এই মাঠে এসে খেলাধুলা করে সবাই । এই মাঠে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,ওয়াজ মাহফিল, সভা,সেমিনার আয়োজন করা হয়। মাঠ না থাকলে আমাদের খেলাধুলার জায়গা থাকবে না। সরকারের কাছে দাবি জানাই, আমাদের এই মাঠটি যেন তারা কেড়ে না নেয়।

আমাদের ভোলা পৌর সভায় প্রায় ৫০ হাজার বাসিন্দা এই মাঠ খেলাধুলা, জানাজা, ধর্মীয় কাজে ব্যবহার করেন। তাই মাঠটি রক্ষায় সংশ্লিষ্ট সব মহলের কাছে জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫:১৯:২৫   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গুলশানের জয়ের নায়ক ভোলার ছেলে ইফতি
বোরহানউদ্দিন প্রশাসনের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অপরিকল্পিত ভবন নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মদনপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত ১০
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
চরফ্যাশন সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
দাপুটে আফগানিস্তান, ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা
ভোলা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় তারুণ্যের মিনি ম্যারাথন দৌঁড় অনুষ্ঠিত



আর্কাইভ