
আজকের ভোলা রিপোর্ট ॥
বাংলা একাডেমির ২১শে বই মেলায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৪টা ৫০ মিনিটে দিলরূবা জ্যাসমিনের উপন্যাস “স্বপ্ন এবং আমি”-র মোড়ক উন্মোচন করা হয় সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে। মোড়ক উন্মোচন করেন কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শাহ এনামুল হক, কবি ও ছড়াকার অজয় রায়, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (পিরোজপুর) ও কবি মোহাম্মদ শামসুদ্দোহা, গীতিকার, কবি ও অভিনয় শিল্পী শেখ এ শাহেদ ফারসী, কবি ও সংগঠক লিটন সিদ্দিকী, মোঃ মোস্তাফিজুর রহমান (চিশ্তী), মোঃ জোবায়ের ইসলাম জীবন প্রমুখ।
“স্বপ্ন এবং আমি” দিলরূবা জ্যাসমিনের চতুর্থ উপন্যাস এবং পনেরতম বই। তাঁর অন্যান্য গ্রন্থগুলো হচ্ছেঃ কাব্যগ্রন্থ- সুখেরা আমার দুখেরা আমার, যায় দিন একাকী, বিকেলে ভোরের ফুল, নির্বাচিত কবিতা ত্রয়ী, শ্রাবণ সন্ধ্যা, জোনাকি দুপুর, জল জোছনা; প্রবন্ধগ্রন্থ- অন্বেষা; গল্পগ্রন্থ- আকাশলীনা; পত্রকথা বা, পত্রপোন্যাস- পদ্ম পাতায় শিশির, নীল জোছনায় কালো গোলাপ; স্মৃতিকথা- রোদেলা; অণুগল্পগ্রন্থ- নিসর্গ বিলাস; উপন্যাস (আত্মজীবনীমূলক)- তবুও ছুঁয়ে যায়।
তিনি লালমোহন উপজেলার (ভোলা জেলা) করিমুন্নেছা- হাফিজ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। এছাড়া ভোলা জেলার আঞ্চলিক পত্রিকা দৈনিক অমৃতালোক- এর নির্বাহী সম্পাদক।
বাংলাদেশ সময়: ০:৫৯:৫৩ ৫২ বার পঠিত