ভোলা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফ্রেব্রুয়ারী) কলেজের মাঠে শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও পরে জাতীয় পতাকা উত্তলন, মাঠ ফাস্ট ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর এটিএম রেজাউল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. ফয়সাল। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা পর্বে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল, বিশেষ অতিথি ছিলেন দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইকবাল হোসেন, মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফরিদুজ্জামান।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ইসলামী ব্যাংক, ভোলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোবাশ্বের, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি এ্যাডভোকেট নজরুল হক অনু, দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মুহাম্মদ মাকসুদ রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম মজিবুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন, আইসিটি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল আমিন ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাহমিদা ইসলাম পু®প।

বাংলাদেশ সময়: ১:০৬:৪০   ১৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গুলশানের জয়ের নায়ক ভোলার ছেলে ইফতি
বোরহানউদ্দিন প্রশাসনের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অপরিকল্পিত ভবন নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মদনপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত ১০
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
চরফ্যাশন সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
দাপুটে আফগানিস্তান, ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা
ভোলা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত



আর্কাইভ