
এম শাহরিয়ার ঝিলন ॥
ভোলায় আইনজীবী সমিতির অভিষেক ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের ফলে দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। তিনি বলেন, এতদিন স্বৈরাচারী সরকারের হাত বিচার বিভাগের পিঠের উপরে ছিল ফলে দেশের সকল বিচার পতিদের জন্য ন্যায় বিচারের পথ রুদ্ধ ছিল। ৫ আগস্ট এর গণঅভ্যুত্থান যাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় তার ফলে সেই অপশক্তির হাত অপসারিত হয়েছে। এখন সময় এসেছে সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠার। তিনি বিগত সময়ে ভোলায় নূরে আলমসহ যাদেরকে হত্যা করা হয়েছে সেই সব হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ত্বরান্বিত করার আহ্বান জানান। তিনি ঐতিহ্যবাহী ভোলা আইনজীবী সমিতিকে বার কাউন্সিলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

রোববার (১৬ ফেব্রুয়ারী) রাতে ভোলা বারের উত্তর ভবনে ভোলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব ফরিদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ডঃ মোঃ আমিরুল ইসলাম বাছেতের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র জেলা ও দায়রা জজ এ,এইচ,এম মাহমুদুর রহমান, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোঃ এহসানুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের ল’রিফর্ম কমিটির চেয়ারম্যান কাজী এনায়েত হোসেন বাচ্চু, জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, ভোলা বারের সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট সালাউদ্দিন হাওলাদার, সাবেক পিপি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাকসুদুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ভোলা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৬:২৮:৪০ ১০৩ বার পঠিত