
মোঃ বশির আহমেদ ॥
ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে বার্ষিক মেধা পুরস্কার ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাবেক ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মাকসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম। উক্ত সভায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ এনামুল হক ও জেলা শিক্ষক অফিসার খন্দকার ফজলে গোফরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিজেপি সাংগঠনিক স¤পাদক মোহাম্মদ নূরনবী মিয়া, ভোলা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মোসাম্মদ খালেদা খানম, ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রাকিবুল হাসান, ভোলা ডায়গনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাফিজুর রহমান, ভোলা ডিসি অফিসের স্থানীয় সরকার শাখার অফিসার আল ইমরান, ভোলা পৌর বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা সংস্কৃতি অনুষ্ঠানসহ বিভিন্ন আনন্দময় উজ্জাপিত হয়।

বক্তারা বলেন, খেলাধুলা সাংস্কৃত অনুষ্ঠান আয়োজন করলে মন ভালো থাকে লেখাপড়া ভালো হয় তাই প্রতিটা প্রতিটি বিদ্যালয় আজকের মত এ ধরনের অনুষ্ঠান করার জন্য পরামর্শ প্রদান করুন তাই ভোলা পৌর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষককে ধন্যবাদ জানান এ ধরনের একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য।
উক্ত অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সদর সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাকসুদুর রহমান, জেলা মহিলা দল সিরিয়া সহ-সভাপতি খালেদা খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:২৫:৫৭ ৬৭ বার পঠিত