
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় মাতৃ, শিশু এবং কিশোর-কিশোরীদের সুস্থতা প্রচারের জন্য সামাজিক ও আচরণগত পরিবর্তন কর্মসূচি প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং স্টেকহোল্ডারদের সাথে প্রকল্প উদ্বোধন এবং পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
ইউনিসেফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ও সুশীলনের বাস্তবায়নে প্রকল্পটি ভোলার ৭টি উপজেলায় এর কার্যক্রম বাস্তবায়ন করবে।
সভা আরো উপস্থিত ছিলেন ভোলা সিভির সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেনসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সভার শুরুতে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন সুশীলনের ডেপুটি ডিরেক্টর শিরীনা আক্তার। এই প্রকল্পের মাধ্যমে মাও শিশু কিশোর-কিশোরীদের আচরন পরিবর্তন বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। যার মাধ্যমে আগামী প্রজন্মের মা ও শিশুরা ভালো থাকেন।
বাংলাদেশ সময়: ১৬:২৪:০১ ১২৮ বার পঠিত