মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে শিশু নিখোঁজ

প্রচ্ছদ » নারী ও শিশু » মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে শিশু নিখোঁজ
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



---

আল আমিন ॥

ভোলার শিবপুরের মেঘনা নদীতে হাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৪ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে রবিউল নামে (৭) এক শিশু।

ভোলার মেঘনা নদীর তীরে নিখোঁজ শিশুর সন্ধানে নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদরের শিবপুর ভোলার খাল মাছঘাটের মেঘনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

এ দিকে খবর পেয়ে সন্ধ্যায় নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছেন। নিখোঁজ রবিউল শিবপুরের ৩নং ওয়ার্ডের বেদে সম্প্রদায়ের জেলে ইউসুফ ও মিনারা বেগম দ¤পতির ছেলে।

পুলিশ জানায়, রোববার বিকেল ৪টায় শিবপুর ভোলার খাল মাছঘাট থেকে নৌকাবাসী জেলেদের (বেদে সম্প্রদায়ের) একটি ইঞ্জিনচালিত নৌকা মাছ ধরার জন্য নদীতে যাচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী এম.বি কৌশান কাব্য-২ নামে একটি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে পাঁচজনসহ নৌকাটি ডুবে যায়।

পাশ্ববর্তী জেলেদের সহায়তায় তাৎক্ষণিক চারজনকে জীবিত উদ্ধার করা হলেও শিশু রবিউল নিখোঁজ রয়েছে। খবর পেয়ে সন্ধ্যার পর নৌপুলিশ ও কোস্টগার্ড নিখোঁজ রবিউলকে উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে রাত ১০ টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

এ দিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জেলেরা একত্রিত হয়ে চারজন স্টাফসহ হাল্কহেডটিকে ধাওয়া করে আটক করে এবং পরে নৌপুলিশের কাছে হস্তান্তর করে।

নিখোঁজ শিশু রবিউলের মা মিনারা বেগম বাল্কহেড চালকের শাস্তির পাশাপাশি তার ছেলেকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

আটক জাহাজের সুকানি মো. কবির বলেন, ‘হঠাৎ করে নৌকাটি ভোলার খাল থেকে বেড়িয়ে বাল্কহেডের নিচে চলে যাওয়ায় তাৎক্ষণিক কিছু করতে পারিনি।’

ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দিন জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া বাল্কহেডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:১০   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


বাপ্তায় বাসুরের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ
পোশাকে আঁকেন স্বপ্ন, পরিবারে ফিরেছে স্বচ্ছলতা
বিদ্যুৎস্পৃষ্টে নিথর ছোট্ট জুনায়েদ
ভোলায় ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে সেচ্ছাসেবী সংগঠনের প্রতিবাদ ও মানববন্ধন
অনশনে কাজ না হওয়া আত্মহত্যার চেষ্টা নারীর
নারীদের নিপীড়নের প্রতিবাদে ভোলায় ছাত্রদলের মানববন্ধন
ধর্ষনের বিচার দাবীতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন
নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদে দৌলতখানে ছাত্রদলের মানববন্ধন
মনপুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত



আর্কাইভ