ভেদুরিয়া ইউনিয়নে চাঁদার দাবিতে সিএনজি অফিস ভাঙচুর, লুটপাট

প্রচ্ছদ » অপরাধ » ভেদুরিয়া ইউনিয়নে চাঁদার দাবিতে সিএনজি অফিস ভাঙচুর, লুটপাট
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



স্টাফ রিপোর্টার ॥

ভোলা ভেদুরিয়া ইউনিয়নে লঞ্চঘাট সংলগ্ন শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) চাঁদার দাবিতে সিএনজি অফিস ভাঙচুর লুটপাটের অভিযোগ স্থানীয় বিএনপির শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি আল ইসলামের বিরুদ্ধে।

ঘটনা সুত্রে জানা যায়, ৫ই আগস্ট এর পরে ভোলার ভেদুরিয়া ইউনিয়নের লঞ্চ ঘাট এ সিএনজি সিরিয়াল ঠিক রাখার জন্য বিএনপির শ্রমিক দলের সভাপতি আল-ইসলাম একজন লাইনম্যান নিয়োগ করে। লাইনম্যান মুনছুরের মাধ্যমে প্রতি সিএনজি থেকে ৩০ টাকা চাঁদা নেয়। গত শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) ভেদুরিয়া ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আল- ইসলামের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ সিএনজির লাইনম্যানের কাছে গিয়ে সিএনজি থেকে ৫০ থেকে ১০০ টাকা চাঁদা নেওয়ার জন্য সিএনজি লাইনম্যান মুনছুরকে নির্দেশ করে। এই চাঁদা দিতে সিএনজি মালিক সমিতির সেক্রেটারি সিরাজ অস্বীকার করলে আল-ইসলামের সন্ত্রাসী বাহিনী ও মুনছুর মিলে সিরাজকে গালিগালাজ করে, মেরে ফেলার হুমকি দেয়, এবং দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের প্রতি হামলা করতে গিয়ে তাকে না পেয়ে তার অফিস ভাঙচুর করে তালা মেরে রাখে। তাদের ড্রাইভার আলীর উপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কোস্টগার্ডকে ফোন দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিএনজি মালিক সমিতির সিরাজ জানান, আমাদের গাড়ি রাখার জন্য নিজস্ব মাঠ ও অফিস রয়েছে, যা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আল-ইসলাম দখল করে নিতে চায়। তার অত্যাচারে আমরা সিএনজি মালিক সমিতি রোডে গাড়ি চালাইতে অসুবিধায় পড়তে হয়। আমরা এই চাঁদা বাজের অত্যাচার থেকে মুক্তি চাই।

সিএনজি ড্রাইভার আলী জানান, আমি সিএনজি চালিয়ে এসে আমাদের অফিসে বসে আছি। তখন আল ইসলামের নেতৃত্বে একটি গ্রুপ এসে আমার প্রতি অতর্কিত হামলা করে। আমি প্রশাসনের কাছে এই আল ইসলামের বিচার দাবি করি।

আল ইসলাম জানান, আমরা দীর্ঘ ১৭টি বছর রাজনীতি করে পরিশ্রম করে আসছি। আমরা এই সিএনজি এবং অটো রাখার জন্য একটি নির্দিষ্ট স্থান করে দিয়েছি। তারা তাদের সিএনজি অটো নির্দিষ্ট স্থানে না রাখার কারণে আমরা সেখানে গিয়ে বাধা দিলে আমাদের সাথে কথা কাটাকাটি হয়।

বাংলাদেশ সময়: ১৬:২২:২৭   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তজুমদ্দিনের পল্লীতে বসত ঘরে চুরির পর আগুন
মনপুরায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষে আহত-১৫
খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ জনতার হাতে ৩ জন আটক
ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, পলাতক স্বামীসহ পরিবার
বাপ্তায় বাসুরের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বোরহানউদ্দিনে যুবলীগ সভাপতির বিরুদ্ধে মাদ্রাসার সাইনবোর্ড ভাংচুরের অভিযোগ
মনপুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার জানাজা শেষে দাফন
ডেলিভারি করানোর সময় প্রসূতির ওপর নির্যাতন, নবজাতকের মৃত্যু
বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ
মনপুায় বাঁধে নিম্নমানের বালু ব্যবহারের প্রতিবাদ করায় হামলা, ছাত্রদল নেতা নিহত



আর্কাইভ