চর কুকরি-মুকরিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও স্বাস্থ্যগত দুর্বলতা মোকবেলায় স্টেকহোল্ডার কন্সালটেশন ওয়ার্কসপ

প্রচ্ছদ » চরফ্যাশন » চর কুকরি-মুকরিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও স্বাস্থ্যগত দুর্বলতা মোকবেলায় স্টেকহোল্ডার কন্সালটেশন ওয়ার্কসপ
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা জেলার চর কুকরি-মুকরিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও স্বাস্থ্যগত দুর্বলতা মোকাবেলায় স্টেকহোল্ডার কন্সাল্টেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী ২০২৫) সকালে চর কুকরি-মুকরী অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারে এ কন্সালটেশন ওয়াকসপ অনুষ্ঠিত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুকরি-মুকরী রেঞ্জ কর্মকর্তা আশিস কুমার দে। সভাটি পরিচালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. মো. খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ডা. তৈয়বুর রহমান, মো. শোয়েবুল ইসলাম, মো. মনিরুল হক প্রিন্স, মো. কামরুল হাসান, শাখা ইনচার্জ মোঃ হোসেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে চর কুকরি মুকরির পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও নদী ভাঙনের ফলে এখানকার জনগণের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় জনগণকে সচেতন করা, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং টেকসই অভিযোজন কৌশল গ্রহণ করা জরুরী।

সভায় অংশগ্রহণকারীরা কুকরি-মুকরীর জলবায়ু-স্বাস্থ্য সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর জোর দেন এবং স্থানীয় পর্যায়ে কার্যকর অভিযোজন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬:২২:০৮   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, পলাতক স্বামীসহ পরিবার
চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবি, নিখোঁজ ১
চরফ্যাশনের গ্রামে গ্রামে তরমুজ উৎসব
আবার চালু অবৈধ ইটভাটা
চরফ্যাশনে ঘূর্নিঝড় পূর্ব প্রস্তুতিতে সিপিসিআরপি প্রকল্পের সভা
চরফ্যাশনে মসজিদে মুখ-হাত বেঁধে শিশুকে বলাৎকার, যুবক গ্রেপ্তার
অনশনে কাজ না হওয়া আত্মহত্যার চেষ্টা নারীর
চরফ্যাশনে প্রান্তিক জেলেদের মাঝে ৫০টি বকনা বাছুর বিতরণ
চরফ্যাশন রিপোর্টাস ইউনিটির ইফতার মাহফিল
জাতীয় সাংবাদিক সংস্থা চরফ্যাশন উপজেলা কমিটি গঠন



আর্কাইভ