
স্টাফ রিপোর্টার ॥
বাংলা একাডেমি আয়োজিত এবারের অমর একুশে বইমেলায় বিশিষ্ট লেখিকা দৈনিক অমৃতালোক নির্বাহী সম্পাদক লেখক দিলরূবা জ্যাসমিনের উপন্যাস স্বপ্ন এবং আমি বেড়িয়েছে।
এটি লেখিকার চতুর্থ উপন্যাস এবং ১৫তম গ্রন্থ। তার অন্যান্য গ্রন্থ গুলো হচ্ছে কাবগ্রন্থ: সুখেরা আমার দুখেরা আমার,যায় দিন একাকী, বিকেলে ভোরের ফুল, নির্বাচিত কবিতা ত্রয়ী, শ্রাবন সন্ধ্যা, জোনাকি দুপুর ও জল জো¯œা। প্রবন্ধগ্রন্থ: অন্বেষা। গল্পগ্রন্থ: আকাশলীনা। স্মৃতিকথা : রোদেলা। পত্রকথা বা পত্রপোন্যাস : পদ্ম পাতায় শিশির,নিল জোছনায় কালো গোলাপ। অনু গল্পগ্রন্থ: নিসর্গ বিলাস। উপন্যাস: (আত্বজীবনীমূলক) তবও ছুঁয়ে যায়, স্বপ্ন এবং আমি। লেখিকা কবি দিলরূবা জ্যাসমিন ভোলার করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহকারি অধ্যপক। তিনি ছোটবেলা থেকেই লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত।
বাংলাদেশ সময়: ২৩:১৫:২০ ৬২ বার পঠিত