
এম রহমান রুবেল॥
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে আব্দুল হাকিম বাঘা আর্দশ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগীতায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ৯টার সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মানিক বাঘার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল হাকিম বাঘা আর্দশ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ খায়ের উদ্দিন সিকদার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক নাজনীন আক্তার মুক্তা। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, কোমলমতি শিশুদের যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলেন আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা শৈশব থেকেই সু-শিক্ষা ও দেশপ্রেম সম্পর্কে অবহিত করতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।

শিশুদের মন মানুষিকতা নরম মাটির মত আমরা যেভাবে তাদেরকে গড়ে তুলবো তারা সে ভাবে গড়ে উঠবে। তাই ওদের লেখাপড়ার প্রতি উদাসীন হলে হবে না। ওরা যাতে শৈশব থেকেই ভালো খেলাধুলায় পারদর্শী হতে পারে সে দিক নজর দিতে হবে। তিনি শিক্ষা ব্যবস্থা ও সুশৃঙ্খল পরিবেশের জন্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্যদেরকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ২৩:০৯:৫৭ ১০৬ বার পঠিত