
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত তুলাতলী হলি চাইল্ড হাই স্কুলের ১০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালায়ের মাঠে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, হলি চাইল্ড হাই স্কুলের প্রধান উপদেষ্টা আলহাজ্ব নাছির আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের উপদেষ্টা মাকসুদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগান্তরের স্টাফ রিপোর্টার এম হেলাল উদ্দিন গোলদার, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপুসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন, তুলাতলী হলি চাইল্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ ফজলে রাব্বি।

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঠ পরিদর্শন, মার্চপাস্ট প্রদর্শন ও অভিবাদন জ্ঞাপন করেন। পরে শিক্ষার্থীরা ডিস প্লে প্রদর্শন করেন।
পরে স্কুলের শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ক্রীড়া প্রতিযোগিতার ৩৪টি ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়। এসময় শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত থেকে মনোমুগ্ধকর ক্রীড়া প্রতিযোগীতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন। এসময় প্রধান অতিথি শিশুদের যথাযথ নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি তাদের মানসিক বিকাশে সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা অব্যাহত রাখার জন্য স্কুল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তুলাতলী হলি চাইল্ড হাই স্কুলের শিক্ষার্থীরা ২০২৪ সালে প্রকাশিত বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সারা বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া ও ২০২৪ এসএসসি ব্যাচে ধনিয়া ইউনিয়নে প্রথম স্থান অর্জন ও ধনিয়া ইউনিয়নে অর্জনকারী একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ২৩:০৭:১৯ ৮০ বার পঠিত