ভোলায় তুলাতলী হলি চাইল্ড হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগতা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় তুলাতলী হলি চাইল্ড হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগতা অনুষ্ঠিত
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত তুলাতলী হলি চাইল্ড হাই স্কুলের ১০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালায়ের মাঠে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, হলি চাইল্ড হাই স্কুলের প্রধান উপদেষ্টা আলহাজ্ব নাছির আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের উপদেষ্টা মাকসুদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগান্তরের স্টাফ রিপোর্টার এম হেলাল উদ্দিন গোলদার, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপুসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন, তুলাতলী হলি চাইল্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ ফজলে রাব্বি।

---

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঠ পরিদর্শন, মার্চপাস্ট প্রদর্শন ও অভিবাদন জ্ঞাপন করেন। পরে শিক্ষার্থীরা ডিস প্লে প্রদর্শন করেন।

পরে স্কুলের শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ক্রীড়া প্রতিযোগিতার ৩৪টি ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়। এসময় শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত থেকে মনোমুগ্ধকর ক্রীড়া প্রতিযোগীতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন। এসময় প্রধান অতিথি শিশুদের যথাযথ নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি তাদের মানসিক বিকাশে সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা অব্যাহত রাখার জন্য স্কুল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

---

তুলাতলী হলি চাইল্ড হাই স্কুলের শিক্ষার্থীরা ২০২৪ সালে প্রকাশিত বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সারা বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া ও ২০২৪ এসএসসি ব্যাচে ধনিয়া ইউনিয়নে প্রথম স্থান অর্জন ও ধনিয়া ইউনিয়নে অর্জনকারী একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৯   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ইফতার মাহফিল
ভোলায় অকালেই ঝরে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী স্বপ্ন
ভোলায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম আউটসোসিং বাতিল করে রাজস্বকরণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার ইফতার মাহফিল
ভোলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে জিজেইউএস’র দোয়া ও ইফতার মাহফিল
বাপ্তায় বাসুরের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
ভোলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন
ভোলায় মানবতার দুয়ারে ইফতার সামগ্রী বিতরণ
ইলিশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না: ভোলায় ইশরাক হোসেন



আর্কাইভ