
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছে। শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) সকালে উভয় পক্ষের দাবি করা ওয়ারিশ স¤পত্তি একপক্ষ বেড়া দিতে আসলে অপরপক্ষ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারিতে নাজমুল হাসান বিল্লাল (৩৭), মোশারফ (৪৮), ফজলুর রহমান (৭০), মহিউদ্দিন (৩২) আহত হন। তারা সবাই উপজেলার বড় মানিকা ইউনিয়নের, ৩নং ওয়ার্ডের বাসিন্দা। এবং আহত ফখরুল (৫০) ও কবীর (৪০) উপজেলার কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় ও উভয়পক্ষের বক্তব্য সূত্রে জানা যায়, ওয়ারিশ স¤পত্তি স্থানীয় শালিসের মাধ্যেমে সমাধান করার চেষ্টা করলেও স্থায়ীভাবে সমাধান হয় নাই। বড়মানিকা, তিন ওয়ার্ডের বাসিন্দা মারামারিতে আহত মোঃ মোশারেফ বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় শালিসের মাধ্যেমে মীমাংসা হয়ে এই জমিটি বর্তমানে আমাদের ভোগদখলে আছে। কিন্তু শুক্রবার সকালে শুনতে পাই আমাদের জমিতে দখলের উদ্দ্যেশ্য বেড়া দেয়। আমরা সেখানে গিয়ে বেড়া ভেঙ্গে ফেললে আমাদের উপর মিজান, ফখরুল, নসু, সিরাজ, কবীরসহ ১০/১২জন হামলা করে। এতে আমাদের চারজন গুরুতর আহত হয়।
অপরপক্ষের এক বক্তব্য কুতুবা, ৪নং ওয়ার্ডের বাসিন্দা মারামারিতে আহত মোঃ ফখরুল বলেন, আমাদের জমিতে বেড়া দিয়ে ফেরার পথে দুই হোন্ডা করে মোট ছয়জন আমার উপর হামলা করে এবং পরবর্তীতে আমার ভাইসহ অনেকে এগিয়ে আসলে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এতে আমি এবং কবীর আহত হই।
বোরহানউদ্দিন হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় আহত সবাই বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বোরহানউদ্দিন থানার এসআই মোঃ মনির বলেন, জমি নিয়ে মারামারির ঘটনায় প্রথমে অভিযোগ পরে মামলা হয়েছে।
বোরহানউদ্দিন অফিসার ইনচার্জ (ওসি) মো: সিদ্দিকুর রহমান বলেন, এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, বাকিদের ধরার প্রক্রিয়া চলমান।
বাংলাদেশ সময়: ১৯:২৯:৩৭ ১০৪ বার পঠিত