আল আমিন।।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে শুক্রবার (১৪ই ফেব্রুয়ারী) বিকেলে ভোলা শহরের জিএফসি হল রুমে “জেলা যুব সম্মেলন-২৫” অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুফতি রহমতুল্লাহ বিন হাবিব। এসময় তিনি বলেন, বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র বির্নিমানে যুবকদের অবদান অপরিসীম।কল্যাণ রাষ্ট্র গঠনে সর্বোচ্চ কাজ করে যেতে হবে ইসলামী যুব আন্দোলনকে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিন হন মাওলানা মুহাম্মদ মামুন,সহসভাপতি মুহাম্মদ মাইনুদ্দিন মারুফ এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ মামুন মুন্সির নাম ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক এইচ এম ইব্রাহিম আরিফ এবং ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু ইউসুফ, প্রচার সম্পাদক মুহাম্মদ ফিরোজ, মুহাম্মদ মামুনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫২ ১৫২ বার পঠিত