বাংলাদেশ প্রসঙ্গে কী বললেন ট্রাম্প

প্রচ্ছদ » আন্তর্জাতিক » বাংলাদেশ প্রসঙ্গে কী বললেন ট্রাম্প
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫



---

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক। বাংলাদেশের বিষয়ে ট্রাম্পের অভিমত জানতে চান ওই সাংবাদিক। তবে ট্রাম্প ওই প্রশ্নের উত্তর সরাসরি দেননি।

পাশে বসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন, ‘এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। আসলে আমি পড়েছি (ভারত) এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করেছে। বাংলাদেশের বিষয়টি (উত্তর দিতে) আমি (ভারতের) প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেব।’

এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেন। তবে তিনি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলেননি। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা শুরু করেন।

ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।

ওই ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি, মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?

জবাবে ট্রাম্প বলেন, ‌‘এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না।’

বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে মোদি কোনো মন্তব্য না করলেও কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশ গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:৪৭:২০   ৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিভক্ত পশ্চিম, মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইউরোপ
সিরিয়ায় আসাদ অনুসারী ১৬২ বিদ্রোহীকে ‘হত্যা’র অভিযোগ
রাজনীতি থেকে বিদায়ের কথা জানালেন জাস্টিন ট্রুডো
ইসরাইলে একাধিক বাসে বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
৩ ইসরাইলির বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনি মুক্তির জন্য প্রস্তুত
বাংলাদেশ প্রসঙ্গে কী বললেন ট্রাম্প
গাজা নিয়ে হামাসের হুঁশিয়ারি
গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুমকি দিলেন ট্রাম্প
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ইরানের
লেবাননে নতুন সরকার গঠনকে স্বাগত জাতিসঙ্ঘ মহাসচিবের



আর্কাইভ