চরফ্যাসন প্রতিনিধি।।
চরফ্যাসনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে সরকারী অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, চরফ্যাসন, ভোলা এর আয়োজনে ৫১জন রোগী’র মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক মেয়র আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, সাবেক চর মানিকা ইউপি চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো: মামুন হোসেন।
বাংলাদেশ সময়: ১৩:৪০:১৬ ১১০ বার পঠিত