ঘুরতে গেলে অ্যাকুয়ারিয়ামে মাছের পরিচর্যা করবেন যেভাবে

প্রচ্ছদ » সর্বশেষ » ঘুরতে গেলে অ্যাকুয়ারিয়ামে মাছের পরিচর্যা করবেন যেভাবে
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



---

আজকের ভোলা প্রতিবেদন।।

ছুটিতে ঘুরতে গেলে অ্যাকুয়ারিয়ামের মাছ দেখভাল করা নিয়ে সমস্যায় পড়েন? বাড়িতে কেউ না থাকলে, তাদের খেতে দেবে কে? সপ্তাহখানেক বিনা যত্নে বাঁচবে তো তারা?

বাড়িতে কেউ না থাকলেও অ্যাকুয়ারিয়ামের মাছ দিব্যি সুস্থ রাখা সম্ভব কয়েকটি কৌশল জানলেই। তাদের খাওয়া নিয়েও সমস্যা হবে না এতে।

মাছ খাওয়ানোর যন্ত্র: বাড়িতে লোকজন না থাকলে মাছ খাওয়ানোর যন্ত্র কাজে আসবে। এই ধরনের যন্ত্র দুরকম হয়। একটিতে ক্যালশিয়ামের সঙ্গে খাবার যুক্ত হয়ে থাকে, অন্যটিতে খাদ্য থাকে জেলের মতো থকথকে অবস্থায়। দুই ক্ষেত্রেই অ্যাকুয়ারিয়ামের পানিতে খুব ধীর গতিতে খাদ্যকণা মিশতে থাকে। ফলে মাছের গোগ্রাসে খেয়ে ফেলার সম্ভবনা থাকে না।

স্বয়ংক্রিয় যন্ত্র: মাছ খাওয়ানোর জন্য স্বয়ংক্রিয় যন্ত্র পাওয়া যায়। যার মধ্যে খাবার দিয়ে সময় নির্দিষ্ট করে দেওয়া যায়। ওই যন্ত্র থেকে নির্দিষ্ট সময়ে খাবার বেরিয়ে আসে। খাবারের পরিমাপও নিয়ন্ত্রণ করা যায়।

না খেয়েও বেঁচে থাকে: পরিষ্কার পানির মাছ এক থেকে দু’সপ্তাহ না খেয়েও বেঁচে থাকতে পারে। ফলে ৩-৪ দিন বা সপ্তাহখানেকের জন্য খুব বেশি ভাবার দরকার নেই।

আলো: অ্যাকুয়ারিয়ামের জন্য স্বয়ংক্রিয় আলো পাওয়া যায়। রাতে যা নিজে থেকে বন্ধ হয়ে যায়, সকালে জ্বলে ওঠে। আলোর মাধ্যমেই মাছের দিন, রাতের চক্র সঠিক থাকে। সুতরাং বাইরে গেলে এমন আলোর ব্যবস্থা করে রাখাটা জরুরি।

স্বাস্থ্য পরীক্ষা: বেড়াতে যাওয়ার আগে অ্যাকুয়ারিয়ামের পানি পরিস্কার করে নিন। পাশাপাশি, প্রতিটি মাছের স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া জরুরি। কোনও মাছ অসুস্থ হলে ওষুধ দেওয়া জরুরি।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৪৬   ৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ’র আরও খবর


লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ॥ সেল কাউন্টারের অভাবে চরম দুর্ভোগ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ইফতার মাহফিল
তজুমদ্দিনের পল্লীতে বসত ঘরে চুরির পর আগুন
ভোলায় অকালেই ঝরে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী স্বপ্ন
মনপুরায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষে আহত-১৫
খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ জনতার হাতে ৩ জন আটক
ভোলায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম আউটসোসিং বাতিল করে রাজস্বকরণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, পলাতক স্বামীসহ পরিবার
বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে ঈদ ভিজিএফ চাল বিতরণ
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার ইফতার মাহফিল



আর্কাইভ