
স্টাফ রিপোর্টার ॥
মাদক বিক্রির প্রতিবাদ করায় এক পরিবারের চারজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ৯নং ওয়ার্ড নবীপুর চৌকিদার বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে। আহত, আব্দুর রহমান, আব্দুল আল মাহিদ, আব্দুল্লাহ আল জিসান ও গোলাম হোসেন মুন্না। তারা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নবীপুর নামক গ্রামে। অভিযুক্তরা হচ্ছে, জাবেদ, মফিজ, স্বপ্নন ও জাকির। তারা সকলে একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আহত গোলাম হোসেন মুন্না জানান, অভিযুক্ত মফিজ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। মাদক বিক্রি কালে ইতোমধ্যে পুলিশের হাতে আটক হয়ে জেলও খেটেছেন। জেল থেকে ছাড়া পেয়ে মফিজের মাদক ব্যবসার সহযোগী জাবেদ, স্বপন ও জাকিরের মাধ্যমে ফের মাদক বিক্রি করে আসছেন। তাদের মাদক বিক্রির বিষয়ে ঘটনাস্থল চৌকিদার বাড়ীর দরজায় চায়ের দোকানে বসে স্থানীয়দের সাথে মাদক সেবনে যুবসমাজ ধ্বংস হচ্ছে এমন বিষয় নিয়ে আলোচনা হলে তখন মাদক কারবারি মফিজের নাম চলে আসে। মফিজের নাম নেওয়ায় বিষয়টি তিনি যে কারো মাধ্যমে শুনে তার মাদক ব্যবসার সহযোগী জাবেদ, স্বপন ও জাকির মিলে আমার দ্বিতীয় শ্রেণীর স্কুল পড়–য়া শিশু আব্দুর রহমানকে পিটিয়ে ডান হাতের কব্জি ভেঙে ফেলে। পরে, তার ডাকচিৎকার বড় দু’ছেলে ও আমি এগিয়ে আসলে আমাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং তৃতীয় ছেলে আব্দুল আল মাহিদেরও বাম হাতের কব্জি ভেঙে ফেলে। পরে, ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। বর্তমানে তারা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৫ নাম্বার কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিষয়টি শুনেছি তবে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ ফেলে তার আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাদেশ সময়: ০:১৪:২০ ১৪৭ বার পঠিত