
আজকের ভোলা রিপোর্ট ॥
যে কোন প্রতিষ্ঠানকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। সরকারের পাশপাশি গ্রামীন জন উন্নয়ন সংস্থাও জন কল্যানে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষে গ্রামীন জন উন্নয়ন সংস্থা নিরলসভাবে সততার সাথে কাজ করছে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বার্ষিক কর্মী সম্মেলন-২০২৫ এর প্রধান অতিথির বক্তব্যে সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন কর্মীদের উদ্যেশ্যে কথাগুলো বলেন। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সম্মেলনে সংস্থার ৭২টি শাখার কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন।
(জিজেইউএস) এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ূন কবীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পরিচালক (লিগ্যাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বীথি ইসলাম। পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল, উপ-পরিচালক মো. জাহিদুর রহমান, সংস্থার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। সম্মেলনের সঞ্চালনা করেন, অতিরিক্ত পরিচালক মো. আজাদ হোসেন।
সম্মেলনে জিজেইউএস-এর মাইক্রোক্রেডিটের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। বক্তারা সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
পরে কর্মীদের মতামত ও অভিজ্ঞতা শুনে প্রধান অতিথি তাঁদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধানের প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতে সংস্থার কার্যক্রম আরও সুসংগঠিত করার আশ্বাস প্রদান করেন। পুরো কর্মী সম্মেলটি ছিলো উৎসব মুখর পরিবেশ।
বাংলাদেশ সময়: ২৩:৫৮:৩৬ ১২০ বার পঠিত