
দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের তার বাড়ি থেকে গত শুক্রবার একাই বের হন মোঃ রায়হান (১৪)। এরপর থেকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। নিখোঁজ রায়হানের সন্ধান চেয়ে দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার পরিবার। দৌলতখান থানায় (৮ ফেব্রুয়ারি) জিডি করা হয়। জিডি নম্বর-৩৬১। জিডি ট্র্যাকিং নম্বর-QBAJZU তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, স্বাস্থ্য মোটামুটি, ওজন ৫০ কেজি। নিখোঁজ ইদ্রিসের বাবার নাম- মো. জাকির হোসেন, মাতার নাম- মাছুমা বেগম।
রায়হান দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা। নিখোঁজ রায়হানের সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো। ০১৭৬৫৮০৮৮৮০ (রায়হানের ভাই মির নুসরাত)
বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪৭ ১০৪ বার পঠিত