দৌলতখানে বিনামূল্যে ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরণ

প্রচ্ছদ » অর্থনীতি » দৌলতখানে বিনামূল্যে ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরণ
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার দৌলতখানে বিনামূল্যে বিলুপ্তপ্রায় মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর মাধ্যমে গরুগুলো বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ-এর প্রতিনিধি মো. হজরত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি ছিলেন, পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর। এছাড়া উপস্থিত ছিলেন, উপ-পরিচালক মো. জাহিদুর রহমান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, এরিয়া ইনচার্জ প্রিয়লাল মন্ডল, শাখা ইনচার্জ জান্নাতুল ফেরদৌস ইভাসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা। সভা সঞ্চালনা করেন (জিজেইউএস)এর উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহ।

এই প্রকল্পের আওতায় পাঁচটি পরিবারকে ‘মীর কাদিম’ জাতের গাভি, দানাদার খাদ্য, প্রাকৃতিক উপায়ে প্রজনন ব্যবস্থা, কেঁচো সার প্লান্ট, টিকা ও কৃমিনাশক, মশারি এবং তথ্যবহুল বইসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

ডা. অরুণ কুমার সিংহ জানান, মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ‘মীর কাদিম’ জাতের গরু দেখতে ধবধবে সাদা, কিছুটা লালচে ছোপযুক্ত এবং আকর্ষণীয় বাঁকা শিংয়ের অধিকারী। গবেষণায় জানা গেছে, একসময় নবাব ও জমিদাররা শিশুদের পুষ্টির জন্য এই গরুর দুধ খাওয়াতেন, কারণ এতে ল্যাকটোজের পরিমাণ অত্যন্ত বেশি, যা শিশুদের বুদ্ধিবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জাতের গরুর মাংসও বেশ সুস্বাদু।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৩২   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে জিজেইউএস’র দোয়া ও ইফতার মাহফিল
ভোলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন
ভোলায় তরমুজের বাম্পার ফলনে ব্যাপক লাভের আশা কৃষকের
চরফ্যাশনের গ্রামে গ্রামে তরমুজ উৎসব
পোশাকে আঁকেন স্বপ্ন, পরিবারে ফিরেছে স্বচ্ছলতা
ভোলার তৃষ্ণা ফাস্ট ফুডকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান
ভোলায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা সপ্তাহ পালিত
লালমোহনে চরাঞ্চলে ‘তরমুজ বিপ্লব’
বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকের চোখ ভরা স্বপ্ন
চরফ্যাশনে প্রান্তিক জেলেদের মাঝে ৫০টি বকনা বাছুর বিতরণ



আর্কাইভ