
আজকের ভোলা রিপোর্ট ॥
“খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ররিবার (০২ ফেব্রুয়ারি-২০২৫) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার গুপ্তমুন্সি কোব্বাত আলী হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর কৃষি ইউনিটের বাস্তবায়নে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে হলরুমে কুইজ ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলার খাদ্য পরিদর্শক জগলুল রাহাত খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দীন এবং সঞ্চালনা করেন, জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন চৌধুরী, মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান, মাহাফুজুর রহমান রাহাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব, খাদ্য সংরক্ষণের আধুনিক পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০:৫৩:৩২ ৯৫ বার পঠিত