
আল আমিন ॥
শুক্রবার (২৪ জানুয়ারি) ছাত্র ফোরামের নন্দনকাননস্থ স্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি ইমদাদুল হক ইমনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক শাহরিয়ার হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্র ফোরাম চট্টগ্রামের অন্যতম উপদেষ্টা চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে ফজলুল হক।
এসময় তিনি বলেন,” ভোলা জেলার আন্দোলন সংগ্রামের অন্যতম সহযোদ্ধা এই ছাত্র ফোরাম, ভোলা নদী রক্ষা আন্দোলন, ফেরী বাস্তবায়ন আন্দোলন থেকে ছাত্র ফোরাম যেভাবে অতীতে সঙ্গে ছিল ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি বিশ্বাস করি”।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ফোরামের উপদেষ্টা ও চট্টগ্রাম এর বন বিভাগের সিনিয়র কর্মকর্তা এম জহিরুল আলম। এসময় তিনি বলেন, “ছাত্র ফোরামের মানবিক ও সামাজিক কার্যক্রম আমাকে সবসময়-ই ডাকে। প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত যেভাবে চলেছে আমি বিশ্বাস করি যদি তারা এই ধারা বাহিকতা ধরে রাখতে পারে তবে ভোলা জেলার উন্নয়নে সম্মূখ যোদ্ধা হয়ে উঠবে।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম এর কেন্দ্রীয় সহ সভাপতি মো. নুরনবী,চট্টগ্রাম সার্কেল এর সহ সভাপতি মো. ওয়াহিদুল ইসলাম, মো. আলী আজগর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছাত্র ফোরামের স্থায়ী পরিষদের সদস্য ও সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল মির্জা, সহ-সভাপতি নুরুল ইসলাম মিলন, সহ-সভাপতি নুরনবী তুহিন, সদস্য মো. শাহরিয়ারসহ অনন্য সাধারণ সদস্যবৃন্দ।
সভায় ২০২৫-২৭ সেশনের জন্য নুরনবী শাওনকে সভাপতি, আলাউদ্দিন রাফিকে সিনিয়র সহ-সভাপতি ও হাফিজুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২২:২০:১৬ ১৮৪ বার পঠিত