ভোলায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

প্রচ্ছদ » খেলা » ভোলায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



---

মোঃ মনিরুল ইসলাম ॥

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব ১৭) উদ্বোধন হয়েছে। বেলুন ও ফ্যাস্টুন উড়ানোর মধ্য দিয়ে ভোলা সরকারি কলেজ মাঠে সোমবার (২০ জানুয়ারি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, জেলা তথ্য অফিসার নূরনবী, কমিটির সদস্য মুনতাছির আলম রবিন চৌধুরী, মোঃ মনিরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় জেলার ৭ উপজেলার ১৪টি এবং ভোলা পৌরসভার ২টি মোট ১৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহন করে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন পবিত্র কুমার মজুমদার, নাজমুল হাসান, কামরুল হাসান, জাবেদুর রহমান। উদ্বোধনী দিনে ভোলা সদর বালক ও বালিকা এবং চরফ্যাশন বালক ও বালিকা ট্রাইবেকারে জয়লাভ করে। আগামী ২৩ তারিখ দুপুর ২টায় বালিকা এবং ৩টায় বালক ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

---

বক্তারা বলেন, “খেলাধুলা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য দুটো গঠনে ভুমিকা রাখে। জাতীয় পর্যায়ে এ আয়োজন তরুন সমাজের দেশ গঠনে ভূমিকা রাখবে এবং আমাদের ক্রীড়ামোদী একটা সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখবে। ক্রীড়া অঙ্গনে ছেলেদের অনেক ভূমিকা রয়েছে কিন্তু উল্লেখ করার বিষয় যে মেয়েরাও অনেক ভালো করছে। আন্তর্জাতিক পরিম-লে যদি সফলতা বিচার করি তাহলে আমাদের মেয়েদের সফলতার পাল্লা অনেক ভারি।এখানে অনেক ছোট ছোট মেয়েরা আছে ওরা একদিন আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে জাতির মুখ উজ্জ্বল করবে এবং ভোলাকে গর্বিত করবে। আমি এই আমরা প্রত্যাশা করি। এই চমৎকার একটি আয়োজন এর সফলতা কামনা করছি এবং আমাকে এই আয়োজনের অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা।”

বাংলাদেশ সময়: ০:৩১:৩৯   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


লিটন না থাকায় খারাপ লাগছে সিমন্সের
শিরোপার আরও কাছে ব্রাজিল, কষ্টার্জিত জয় আর্জেন্টিনার
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আম্পায়ার থাকবেন সৈকত
চরফ্যাশনে অনুর্ধ্ব-১৪ আন্তউপজেলা ফুটবল খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন
তারকা এনেও বিদায় রংপুরের, বড় জয়ে কোয়ালিফায়ারে খুলনা
ভোলার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজে বার্ষিক ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রংপুরকে হারিয়ে শেষ চারের পথে চট্টগ্রাম
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
যুব সমাজ আগামীর দেশ গড়ার কারিগর: চিত্রনায়ক আমিন খান



আর্কাইভ