
স্টাফ রিপোর্টার ॥
দশটি মামলার আসামি ভোলার তজুমদ্দিনের দুর্ধর্ষ ডাকাত আব্বাসকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর একটি টিম। সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার গোলকপুর গ্রামের মুচি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্বাস উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ি গ্রামের বাসিন্দা বাবুল মাঝির ছেলে। তার নামে দেশের বিভিন্ন জেলায় দশটি মামলা রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
র্যাব-৮ এর ভোলা ক্যা¤েপর লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন জানান, গ্রেফতারকৃত আসামি আব্বাসের বিরুদ্ধে ভোলাসহ পাশ্ববর্তী বিভিন্ন জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, হত্যার উদ্দেশ্যে মানুষকে অপহরণসহ বিভিন্ন অপরাধের কারনে তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এরমধ্যে বেশকিছু মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
বাংলাদেশ সময়: ০:৩০:৫২ ১১৫ বার পঠিত