স্টাফ রিপোর্টার ॥
ভোলার ভেদুরিয়াতে টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে বাবার বাড়িতে থাকেন এক প্রবাসীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলর ভেদুরিয়া ইউনিয়নের মাতাব্বর বাড়ীতে। ভুক্তভোগী ওমান প্রবাসী ওই এলাকার মৃত- রফিজল হক এর ছেলে মো. আহমেদ আলী।
অভিযুক্ত প্রবাসীর স্ত্রী একই এলাকার সিটু মাঝির মেয়ে আমেনা বেগম (২৫)। এ ঘটনায় ওমান প্রবাসী আহামেদ আলী স্ত্রী আমেনা বেগম এর নামে ভেলুমিয়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ বছর আগে ওমান প্রবাস থেকে ছুটিতে এসে আহাম্মেদ আলী ইসলামী শরিয়ত মোতাবেক আমেনা বেগমকে বিবাহ করে। তাদের দুইটা সন্তান ও রয়েছেন।
বিবাহের পর থেকে আমেনা বেগম প্রায় সময় টাকা চুরি করে নিয়ে যেতেন। এবং ওমান প্রবাসী আহামেদ আলী প্রবাস থেকে বাংলাদেশে আসলে স্বামী হিসেবে তার কোন খোঁজখবর নিতেন না বাপের বাড়ি পড়ে থাকতেন স্ত্রী আমেনা বেগম। বাপের বাড়ীতে ঘর করবেন বলে পাঁচ লক্ষ্য টাকা নেন। বাসার আলমারিতে ছয় বড়ি স্বর্ণঅলংকার নিয়ে যান স্ত্রী আমেনা বেগম। এমনই অভিযোগ করেন ওমান প্রবাসী আহমেদ আলীর।
আমেনা বেগম বলেন, আমি কোন টাকা পয়সা নেইনি ও স্বর্ণ অলংকার নেইনি। আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলতেছেন।
এই বিষয় ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির মো. ছায়েদুর রহমান বলেন, আমরা একটি অভিযোগ লিখিত পেয়েছি। দুই পক্ষ বলেছেন গ্রাম্য সালিশে বসে মীমাংসা করবেন।
বাংলাদেশ সময়: ০:৩০:১৪ ৬২ বার পঠিত