
শফিউল্লাহ শফি, চরফ্যাশন ॥
বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে ধরে রাখতে ভোলার চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় শিক্ষার্থীরা পিঠা ও পায়েস উৎসব আয়োজন করা হয়েছে। আর এই পিঠা পুলির ঘ্রাণে মুখোরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। পিঠা উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের আগমনে কলেজ প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। মুখরোচক পিঠা প্রদর্শণী করে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা এবং ঐতিহ্য ধরে রাখাই ছিল এর প্রধান উদ্দেশ্য।
ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু বলেন, কলেজ, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পিঠা ও পায়েস হলো আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। গ্রাম-বাংলার ঐতিহ্যকে স্মরণ করতেই শিক্ষক শিক্ষার্থীরা মিলে এ উৎসবের আয়োজন করেছেন। বেশ ভালো লাগছে।
বাংলাদেশ সময়: ০:২৬:৪৮ ৬৬ বার পঠিত