
স্টাফ রিপোর্টার ॥
জাতীয়করন থেকে বাদ পড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও পস্বারকলিপি প্রদান করেছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। রবিবার (১৯ জানুয়ারী) সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে বঞ্চিত শিক্ষকবৃন্দ।
পরে একটি মিছিল করে ভোলা জেলা প্রশাসক মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এক স্মারকলিপি প্রদান করেন। এর আগে তারা ভোলা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে ভোলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, ২০১৩ সালে ২৬ হাজার ১শত ৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও শিক্ষকদের সরকারি করণ করা হয়েছে।

এ বিদ্যালয়গুলো ছাড়াও সাড়া দেশে প্রায় ৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়েছে। যার বেশিরভাগ স্কুলগুলো দুর্গম চরাঞ্চল হাওরা-বাওর এলাকাসহ পার্বত্য এলাকায় অবস্থিত। এ সকল বিদ্যালয়ে প্রায় ১০লক্ষাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত রয়েছে। তাই এ সকল বিদ্যালয়গুলোকে জাতীয়করণ ও শিক্ষকদের সরকারি করণের জন্য জোর দাবি জানান শিক্ষকরা। দাবি আদায় না হলে আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ভোলা জেলার সভাপতি মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক মোঃ নিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ০:২০:২১ ১১৪ বার পঠিত