
প্রেস বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ জিয়া পরিষদ, ভোলা জেলা শাখার এক জরুরী সভায় সিদ্ধান্ত মোতাবেক দুই যুগ্ম আহ্বায়ক-কে পদ থেকে বহিস্কার করা হয়েছে। জিয়া পরিষদ, ভোলা জেলার সদস্য সচিব মোঃ আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে রবিবার (১৯ জানুয়ারী) এ তথ্য জানানো হয়। বহিস্কৃতরা হলেন, জিয়া পরিষদ ভোলা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ মিলন হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়ামিন হাওলাদার।
প্রেস বিবৃতিতে তিনি জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় জিয়া পরিষদ ভোলা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ মিলন হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়ামিন হাওলাদার-কে পদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হলো।
বাংলাদেশ সময়: ০:১৮:১৭ ৮৫ বার পঠিত