চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশনে সন্তানকে কোলে নিয়ে নদীতে ঝাপ দিয়েছেন এক মা জননী। এঘটনায় মা প্রাণে বেঁচে গেলেও নিহত হয়েছেন তার একমাত্র পুত্র ইসমাইল। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা নিহত শিশুসহ মাকে নদী থেকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। রবিবার দুপুরে ভোলার চরফ্যাশনে ঘটনাটি ঘটেছে। নিহত ইসমাইল জিন্নাগড় ৫নম্বর ওয়ার্ডের আঃ রহিম ও মাইমুনা দ¤পতির একমাত্র ছেলে।
থানা পুলিশ এবং স্বজনদের সুত্রে জানাগেছে, তুচ্ছ বিষয় নিয়ে শনিবার রাতে স্বামী আঃ রহিমের সঙ্গে স্ত্রী মাইমুনা বেগমের ঝগড়া হয়। এতে স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোন ভেঙ্গে ফেলেন স্বামী আঃ রহমান।এঘটনার জের ধরে রবিবার দুপুরের পর স্বামীর বাড়ি জিন্নাগড় হতে কাউকে কিছু না বলে বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন এলাকায় গিয়ে একমাত্র শিশু পুত্র ইসমাইলকে কোলে নিয়ে মেঘনা নদীতে ঝাঁপ দেন মাইমুনা বেগম। সেখানে উপস্থিত দুই যুবক নদী থেকে মাসহ শিশুটিকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেন।
চরফ্যাশন থানার এসআই হেলাল উদ্দিন জানান, নিহত শিশুর পরিবার থেকে এবিষয়ে অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:১৫:২৫ ৭৮ বার পঠিত