
স্টাফ রিপোর্টার ॥
আলহাজ্ব মোঃ নুরনবী তালুকদারকে আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আকবর হোসেনকে সদস্য সচিব করে ভোলা জেলা জিয়া পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। ভোলা জেলার নয়া এ কমিটিতে ১ম যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে দৌলতখান সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশিদ।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে ইলিশা ইসলামিয়া মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহাবুব আলম সোহাগ, ব্যাংকেরহাট কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন, ভোলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন প্রিন্স, তৈয়বা খাতুন মডেল একাডেমির সিনিয়র শিক্ষক মোঃ কামরুল হাসান, এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মিলন হাওলাদার, সাংবাদিক ইয়ামিন হাওলাদারসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:০৫:২৭ ১৪১ বার পঠিত