পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

প্রচ্ছদ » আন্তর্জাতিক » পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



---

আন্তর্জাতিক ডেস্ক ॥

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবিরে ইসরাইলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফিলিস্তিনি কিশোর এবং তিন ভাই রয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শরণার্থীশিবিরের একটি ট্র্যাফিক সার্কেলের কাছে একটি ইসরাইলি ড্রোন একদল মানুষকে লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ১৫ বছর বয়সি এক বালকসহ ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় নিহত আরও পাঁচজনের বয়স ২৩ থেকে ৩৪ বছরের মধ্যে। তাদের মধ্যে তিন ভাইও ছিলেন।

এর আগে, চলতি মাসের শুরুতে অধিকৃত পশ্চিম তীরের তাম্মুন শহরে ইসরাইলি ড্রোন হামলায় একই পরিবারের দুই ফিলিস্তিনি শিশু এবং ২৩ বছর বয়সি এক যুবক নিহত হন।

ঘটনাস্থল থেকে আল জাজিরার হামদাহ সালহুত বলেছেন, জেনিন ক্যা¤েপ ড্রোন হামলাটি ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে জোরদার হওয়া ইসরাইলি হামলার অংশ। ২০২৩ সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে প্রায় ৮০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। এছাড়াও গ্রেফতার করা হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পশ্চিমতীর জুড়ে ইসরাইলি এই নীতি অব্যাহত রাখবে। আর পশ্চিমতীরে ইসরাইলি সহিংসতা এখন ‘নীরব যুদ্ধ’ নামে পরিচিত বলেও জানান সালহুত।

গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা বাহিনী জেনিন ক্যা¤েপ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করার পরও এই মারাত্মক ড্রোন হামলা চালানো হলো।

পিএ-র নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আনোয়ার রজব বলেছেন, জেনিনে নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য কর্তৃপক্ষের ‘প্রচেষ্টা ব্যাহত’ করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৫৯   ৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজা নিয়ে হামাসের হুঁশিয়ারি
গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুমকি দিলেন ট্রাম্প
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ইরানের
লেবাননে নতুন সরকার গঠনকে স্বাগত জাতিসঙ্ঘ মহাসচিবের
জিম্মি মুক্তি স্থগিত করল হামাস, ‘সর্বোচ্চ সতর্কতায়’ ইসরায়েলি সেনাবাহিনী
উত্তর গাজায় ফিরতে বাধা, ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ১
আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি: ট্রাম্প
‘বাড়ি ফেরার’ বাড়ি নেই মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের
প্রত্যাহারের সময়সীমার পরও দক্ষিণ লেবাননে থাকবে ইসরাইলি বাহিনী
বিদেশ সহায়তা স্থগিত করলেও ইসরাইল ও মিসরের জন্য বরাদ্দ রাখছে যুক্তরাষ্ট্র



আর্কাইভ