সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ: যুক্তরাষ্ট্র

প্রচ্ছদ » আন্তর্জাতিক » সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ: যুক্তরাষ্ট্র
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



---

আন্তর্জাতিক ডেস্ক॥

সিরিয়া সীমান্তে কুর্দি নেতৃত্বাধীন পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) তৎপরতা নিয়ে তুরস্কের উদ্বেগকে বৈধ বলে পুনরায় নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্র বলেছে, নিশ্চিত করেছে, ওয়াইপিজি ও পিকেকে সন্ত্রাসী হুমকির কারণে তুরস্কের নিরাপত্তা উদ্বেগ একেবারে বৈধ। বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা বুঝি, তুরস্কের সীমান্তে তাদের বৈধ নিরাপত্তা উদ্বেগ রয়েছে। তুরস্কের নাগরিক, শহর এবং গ্রামগুলোর ওপর ওই সীমান্তের ওপার থেকে সন্ত্রাসী আক্রমণ হয়েছে।

তিনি আরও বলেন, তুরস্কের সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার পুরোপুরি অধিকার রয়েছে। আমরা এই বিষয়টি বুঝি এবং তুরস্কের সঙ্গে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছি যে, কীভাবে তারা এবং আমরা একসঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি।

কিরবি বলেন, যুক্তরাষ্ট্র চায় না যে তাদের কার্যক্রম এমনভাবে পরিচালিত হোক, যাতে তাদের এসডিএফ (সিরিয়ান ডেমোর্ক্যাটিক ফোর্সেস) সহযোগীরা আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ের দিকে মনোযোগ হারিয়ে অন্য কোথাও মনোযোগী হয়ে পড়ে।

তিনি আরও জানান, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি মূলত আইএসআইএস (দাইশ) এর পুনরায় গঠন রোধে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষত আসাদ সরকারের পতনের পর, যাতে তাদের শক্তি পুনরুদ্ধার না করতে পারে। এটাই আমাদের বর্তমান লক্ষ্য এবং আমরা এই মিশন চালিয়ে যাচ্ছি।

কিরবি বলেন, ওয়াইপিজি ও পিকেকে নেতৃত্বাধীন এসডিএফ বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে জানান।

পিকেকে, যা তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত, ৪০ বছরেরও বেশি সময় ধরে তুরস্কে সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছে, এবং এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে নারী, শিশু ও শিশুরাও রয়েছে। আর ওয়াইপিজি হল পিকেকের সিরিয়ান শাখা।

তুরস্ক বলছে, সন্ত্রাসী ওয়াইপিজি ও পিকেকে সিরিয়ায় আসাদ সরকার পতনের পর থেকে তুরস্কের সীমান্তে একটি করিডর গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তুরস্ক ওয়াইপিজি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোর্ক্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর প্রধান অংশ এবং নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র একটি শাখা হিসেবে দেখে। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে।

পিকেকে-কে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। আঙ্কারা বারবার যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্রদের প্রতি ওয়াইপিজিকে সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে।

ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে পর¯পরবিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়েছে ওয়াশিংটন ও আঙ্কারা।

গত মাসের শেষ দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা অস্ত্র জমা দেবে, অথবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:০৯   ৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজা নিয়ে হামাসের হুঁশিয়ারি
গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুমকি দিলেন ট্রাম্প
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ইরানের
লেবাননে নতুন সরকার গঠনকে স্বাগত জাতিসঙ্ঘ মহাসচিবের
জিম্মি মুক্তি স্থগিত করল হামাস, ‘সর্বোচ্চ সতর্কতায়’ ইসরায়েলি সেনাবাহিনী
উত্তর গাজায় ফিরতে বাধা, ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ১
আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি: ট্রাম্প
‘বাড়ি ফেরার’ বাড়ি নেই মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের
প্রত্যাহারের সময়সীমার পরও দক্ষিণ লেবাননে থাকবে ইসরাইলি বাহিনী
বিদেশ সহায়তা স্থগিত করলেও ইসরাইল ও মিসরের জন্য বরাদ্দ রাখছে যুক্তরাষ্ট্র



আর্কাইভ