বোরহানউদ্দিনে স্বামীকে পরকীয়া প্রেম থেকে ফেরাতে না পেরে প্রাণ দিলেন স্ত্রী

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে স্বামীকে পরকীয়া প্রেম থেকে ফেরাতে না পেরে প্রাণ দিলেন স্ত্রী
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিনে স্বামীকে পরকীয়া প্রেম থেকে ফেরাতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন সোনিয়া নামের এক গৃহবধূ। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনিয়া ওই ওয়ার্ডের মো. জেবল হকের মেয়ে। তার স্বামীর নাম মো. কামাল হোসেন। সোনিয়ার দুইটি সন্তান রয়েছে। একটির বয়স ৭ বছর, আরেকটির বয়স ২ বছর।

সোনিয়ার পরিবারের অভিযোগ, গেল একবছর ধরে কামাল সুমা ইসলাম নামের এক নারীর সঙ্গে পরকীয়া প্রেম করে আসছেন। সোনিয়া বিষয়টি টের পাওয়ার পর একাধিকবার কামালকে অনুনয়-বিনয় করে রিকোয়েস্ট করেছিল, যেন কামাল পরকীয়া প্রেম থেকে সরে আসে। কিন্তু, এরপরও কামাল পরকীয়া প্রেমের স¤পর্ক থেকে সরে আসেনি। উল্টো পান থেকে চুন খসলেই সোনিয়াকে বেধড়ক মারধর করত।

মেয়ের সুখের কথা চিন্তা করে সোনিয়ার বাবা জেবল হক গেল কয়েকমাস আগে কামালকে একটি মোটরসাইকেল কিনে দেন। এতকিছু দেওয়ার পরও কামাল পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন। তাই স্বামীর সঙ্গে অভিমান করে সোনিয়া গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, সোনিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সোনিয়া স্বামীকে পরকীয়া প্রেম থেকে সরাতে না পেরে আত্মহত্যা করেছে, নাকি এ আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ আছে। পুলিশ তা খতিয়ে দেখবে।

বাংলাদেশ সময়: ১:১৮:০৯   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় র‍্যাবের অভিযানে ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার
ভোলায় ফুটপাত দখল মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
দখল হয়ে যাচ্ছে ভোলার ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাংলাস্কুল পুকুর’
সেনা সদস্য আনোয়ারকে গ্রেফতার করে শাস্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ২ যুবক নিহত
ভোলায় অপারেশন ডেভিল হান্ট: তিন দিনে আটক ১৯
ভোলায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবসায়ীকে অর্থদন্ডসহ পলিথিন জব্দ
অপারেশন ডেভিল হান্ট: ভোলায় আটক ১৮
মাদক বিক্রির প্রতিবাদ করায় একই পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম
তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল আটক



আর্কাইভ