
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় জাটকা মাছ রক্ষার্থে সোমবার দুপুর দেড়টা মেঘনা নদীতে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতে, নৌ পুলিশ ও কোস্ট গার্ড সহ যৌথ অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। অভিযান চলাকালীন নদীর বিভিন্ন স্তর থেকে,মালিকবিহিন, জাল পাতা অবস্থায় আনুমানিক তিন লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয় অভিযান টিম,
জব্দকৃত কারেন্ট জালগুলো ভোলা সদর পূর্ব ইলিশা কোস্ট গার্ডের পুল্টনের সামনে ব্লকের উপরে, জেলা কর্মকর্তা ও এসিল্যান্টের উপস্থিতে ধ্বংস করা হয়। এবং জালের সাথে থাকা পাঁচ কেজি জাটকা মাছ গরিবের মাঝে বিতরণ করে দেওয়া হয়।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, জাটকা মাছ রক্ষার্থে মেঘনা নদীতে যৌথ অভিযানের মাধ্যমে তিন লক্ষ মিটার কারেন্ট জব্দ করতে সক্ষম হই, জাটকা মাছ রক্ষার্থে আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১:১৬:১৮ ১০৪ বার পঠিত