
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় সুধী সমাজের সাথে রিভারভিউ গ্রীন সিটি লিমিটেড’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ই জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভোলার রেনেসা চাইনিজ রেষ্টুরেন্ট পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলার প্রবীণ সাংবাদিক দৈনিক আজকের ভোলা’র সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ও হারুন তালুকদার প্রমূখ।
এসময় রিভারভিউ গ্রীন সিটি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ স্বাগত বক্তব্যে বলেন, শহরের কোলাহল মুক্ত নাগরিক আবাসনে, যেখানে মিলেছে আকাশ নদীর কলতানে।
রিভারভিউ গ্রীন সিটি লিমিটেড নবীন-প্রবীণের যৌথ উদ্যোগে দেশের ক্রমবর্ধমান আবাসন চহিদা পূরণের লক্ষ্যে অত্যাধুনিক আবাসন প্রকল্প ‘রিভারভিউ গ্রীন সিটি লিমিটেড’ পথচলা শুরু করেছে। যা ঢাকার অদুরে কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার (ঢাকা-মাওয়া মাক্সপ্রেসওয়ে) থেকে ২.৫ কি.মি. দক্ষিণে বয়ে চলা ধলেশ্বরী নদীর সবুজের এক বিস্তৃত ভূমিতে গড়ে ওঠা আবাসন প্রকল্প। এই ধলেশ্বরী নদীর কূলঘেঁষে সবুজ-শ্যামল ও ¯িœগ্ধ প্রকৃতিতে হৃদয়ছোঁয়া দখিনা হাওয়া এবং নদীর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য উপভোগে দর্শনার্থী মাত্রই আনন্দিত হবেন বলে আশাবাদী। আলহামদুলিল্লাহ!
আমরাই প্রথম সত্যিকারার্থে রিভারভিউভিত্তিক স্বপ্নের আবাসন প্রকল্পের কাজ শুরু করেছি। আপনিও হতে পারেন এ লাভজনক প্রকল্পের একজন গর্বিত অংশীদার।
কেরানীগঞ্জের অদূরে ধলেশ্বরী নদীর কোলে পড়ন্ত বিকেলে মৃদুমন্দ দখিনা হাওয়া আর সূর্যের লাল-আভায় হৃদয় ছুয়ে যায়। শহুরে জীবনের শত ব্যস্ততা পেরিয়ে সুজলা-সুফলা, শস্য-শ্যামলা নদীর তীরে বসে সময় কাটানো যেমনি আনন্দদায়ক; তেমনি “রিভারভিউ গ্রীন সিটি লি.” এর রিসোর্টের ভাসমান তরীতে চড়ে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, আড্ডা, মিটিং, আনন্দ ভ্রমণ, পারিবারিক বিনোদন ইত্যাদিতে আনন্দের মাত্রা বাড়িয়ে দেবে বহুগুণ।
আধুনিক বিশ্বের সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে এখানে থাকছে বিশ্বমানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, খেলার মাঠ, বিনোদন পার্ক, শপিং কমপ্লেক্স ও রিসোর্টসহ উন্নত স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রায় ২০ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত রিসোর্টে থাকবে ভাসমান রেস্তোরাঁ, প্রমোদতরীসহ থ্রি-স্টার হোটেল সুবিধা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীর সহ-সভাপতি মোহাম্মদ মামুন আলম তালুকদার, পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ বাবুল হোসেন, প্রভাষক কামাল হোসেন শাহীন, প্রভাষক সাজ্জাদ পারভেজ মোহাম্মদ আয়াতুল্লাহ মুসলিম আলম তালুকদার ও সাংবাদিক বেল্লাল নাফিজ প্রমূখ।
বাংলাদেশ সময়: ১:১৫:৪৬ ২৫২ বার পঠিত