
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় অগ্রনী ব্যাংক পিএলসি ওয়াপদা শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন হয়েছে। রোববার সকাল ১০টায় ভোলা যুগীরঘোল কে আলম কমপ্লেক্সে এ শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অগ্রনী ব্যাংক ওয়াপদা শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি বরিশাল সার্কেলের মহা-ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান উপমহাব্যবস্থাপক গনেশ চন্দ্র দেবনাথ, ভোলা শাখার সহকারি মহাব্যবস্থাপক পঙ্কজ কুমার দেবনাথ, ও ব্যাংক ভবনের মালিক ফকরুল আলম। এছাড়াও ব্যংকের প্রিন্সিপাল অফিসার শ্রাবন্তী সাহা, সিনিয়র অফিসার মো: ইমাম হোসেনসহ ব্যংকের সকল কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১:১৩:৫৮ ২৬২ বার পঠিত