বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলা আরো ২ আসামি গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলা আরো ২ আসামি গ্রেফতার
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরো ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর একটি টিম। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার শশিভূষণ থানা এলাকার একটি গুচ্ছগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮ এর ভোলা ক্যা¤েপর লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন ক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া ২ আসামি হলেন-মো. মিজানুর রহমান ও রাসেল আহমেদ। তারা দু’জন আপন ভাই। তাদের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাটামারা গ্রামে। তারা মামলার ৪ ও ৫নম্বর আসামি।

উল্লেখ, গত ৬ জানুয়ারি বোরহানউদ্দিন থানার দুই পুলিশ কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলমাস এবং নুরুল ইসলাম বাটামারা গ্রামে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে আসামির তর্কবিতর্ক বাঁধে। একপর্যায়ে স্থানীয়রা পুলিশের উপর হামলা করে। হামলায় পুলিশের ওই দুই কর্মকর্তা আহত হন। ঘটনার পর পুলিশ এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এরমধ্যে ঘটনার দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে ২ নারীসহ ৬ জনকে গ্রেফতার করে। গেল ৩ দিন আগে গ্রেফতার করা হয় আরো একজনকে।

এদিকে, গ্রেফতার হওয়া আসামির স্বজনরা দাবি করছেন, ঘটনার দিন ওই দুই পুলিশ কর্মকর্তা ভুল আসামি গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের রোষানলে পড়েন। একপর্যায়ে স্থানীয় কয়েকজন যুবক ও কিশোর ওই দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন।

তাদের অভিযোগ পুলিশের উপর হামলার ঘটনায় যাঁরা জড়িত ছিল না। এমন কয়েকজনকে পুলিশ আসামি করেছে। এছাড়াও গ্রেফতার হওয়া ওই ২ নারী পুলিশের উপর হামলা করেনি বলেও অভিযোগ করছেন তাদের স্বজন এবং স্থানীয়রা।

যদিও ঘটনার শুরু থেকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ওই ২ পুলিশ কর্মকর্তা ভুল আসামি গ্রেফতার করতে গিয়ে এ হামলার শিকার হয়েছেন, নাকি সঠিক আসামি গ্রেফতার করতে গিয়ে এ হামলা তা পুলিশ তদন্ত করছে। এছাড়াও ভোলা পুলিশ সুপার (এসপি) মো. শরীফুল হক বলছেন, এ ঘটনায় জড়িত আসামিদেরকেই গ্রেফতার করা হবে। নির্দোষ কেউ যেন আসামি হয়ে হয়রানির শিকার না হয়, সেদিকে পুলিশ লক্ষ্য রাখবে।

বাংলাদেশ সময়: ০:০৩:২৫   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় র‍্যাবের অভিযানে ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার
ভোলায় ফুটপাত দখল মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
দখল হয়ে যাচ্ছে ভোলার ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাংলাস্কুল পুকুর’
সেনা সদস্য আনোয়ারকে গ্রেফতার করে শাস্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ২ যুবক নিহত
ভোলায় অপারেশন ডেভিল হান্ট: তিন দিনে আটক ১৯
ভোলায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবসায়ীকে অর্থদন্ডসহ পলিথিন জব্দ
অপারেশন ডেভিল হান্ট: ভোলায় আটক ১৮
মাদক বিক্রির প্রতিবাদ করায় একই পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম
তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল আটক



আর্কাইভ