স্টাফ রিপোর্টার ॥
ভোলায় এক প্রধান শিক্ষকের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদ ও ভুক্তভোগীর পরিবার। শনিবার ভোলা প্রেসক্লাবে লিখিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রধান শিক্ষকের মুক্তি না দেয়া হলে পাঁচদিনের আল্টিমেটাম দেয় এই সংগঠনটি।
লিখিত সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় গত ৮ জানুয়ারি রাতে স¤পূর্ণ অমানবিকভাবে এবং পরিবারের সবাইকে জিম্মি করে ভোলা সদর উপজেলার শান্তিরহাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদকে গ্রেফতার করে কোস্টগার্ড দক্ষিণ জোন। তার বাসা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে মর্মে একটি সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। ওই সংবাদ সম্মেলনে সাংবাদিককে প্রশ্ন করতে দেয়নি কোস্টগার্ড।
গ্রেপ্তারের সময় পরিবারের সদস্যদেরকে অমানবিক নির্যাতন করেছে বলেও দাবি করেন তার স্ত্রী রোকেয়া বেগম ও মেয়ে জান্নাতুল নাঈম। মেয়ে জান্নাতুল নাঈম কান্না করে বলেন, আমার বাবার কোনো অপরাধ থাকলে দিন দুপুরে প্রকাশ্যে তাকে গ্রেফতার করতে পারত। আমার বাবা তো পালাননি কিন্তু আমরা মহিলা মানুষ আমাদেরকেও অমানবিক নির্যাতন করে আমাদের সামনে থেকে বাবাকে গ্রেফতার করা হয়। আমি আমার বাবার নিঃশর্ত মুক্তি চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলা শাখার ভারপ্রাপ্ত স¤পাদক হাসান মিজানুর রহমান মিঠু, বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভুঁইয়া) জেলা সভাপতি মো. ইব্রাহিম, বাংলাদেশ জমিয়তুল মোদারেসিন ভোলা জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষক সমিতি সদর উপজেলা সভাপতি মো. মেজবাহ উদ্দিন আহমেদসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।
বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪১ ১১৩ বার পঠিত