ভোলার উত্তর বাপ্তা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলার উত্তর বাপ্তা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেছেন،বিএনপি ক্ষমাতায় এলে মানুষের মুখে হাসি ফুটবে ও কৃষকদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষের ইচ্ছা আঙ্কাখার প্রতিফলন ঘটাবে ব্যালট পেপাড়ের মাধ্যমে বিএনপিকে ভোট দিয়ে জয় যুক্ত করাবে ইনশাআল্লাহ।

সৈরাচারী আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর দেশের কৃষি খাতকে ধ্বংস করে গেছে। বিদেশ থেকে আমদানির নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন সময় এসেছে দেশের কৃষি এবং কৃষকের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এজন্য কৃষকদেরকে সংগঠিত হতে হবে। শনিবার বিকালে ভোলা সদর উপজেলার উত্তর বাপ্তা ইউনিয়নের, ৫নং বাপ্তা ইউনিয়ন পরিষদ ভোটের ঘর মাঠে অনুষ্ঠিত কৃষক দলের সমাবেশে প্রধান অতিথি গোলাম নবী আলমগীর এসব কথা বলেন। এসময়

উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, কবির হোসেন, সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আলমগীর, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম চৌধুরী, জাকির হোসেন মনির, মীর রনি, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মাইনুদ্দিন সাজি, সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন, পৌর সাধারণ সম্পাদক কামরুল হাসান, ৫নং বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হূদা খোকা, যুগ্ম সম্পাদক বশার চৌধুরী প্রমূখ। উত্তর বাপ্তা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের শুরুতেই তারেক রহমানের পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন, উত্তর বাপ্তা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ মনির।

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের তৃণমূল কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিনমাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, গত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অন্যান্য খাতের মত কৃষি খাতকেও ধ্বংশ করে গেছে। প্রধান অতিথি বলেন, তাই কৃষি এবং কৃষকদের সুদিন ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং এর অংগ সংগঠন কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৮   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলার বিসিকে নকল চিপস কারখানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান
শিবপুরে নদী ভাঙ্গনরোধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে প্রবাসীর স্ত্রী বাপের বাড়ি
দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার: ব্রিগেডিয়ার ড. এম সাখাওয়াত হোসেন
ভোলায় ২টি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলিসহ আটক ৬
ভোলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ভোলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে মানববন্ধন
জিয়া পরিষদ, ভোলা জেলার দুই যুগ্ম আহ্বায়কে বহিস্কার
ভোলা সরকারি কলেজে প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষন



আর্কাইভ