আল আমিন ॥
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ আবু জাফরের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় “ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই কার্যকর পন্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসির আহমেদ। এসময় তিনি ভোলা জেলা উত্তর শাখার ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন, এতে এইচএম মাহমুদুল হাসান কে সভাপতি, মুহাম্মদ হাবিবুর রহমানকে সহসভাপতি এবং এইচ এম ইয়ামিন ইরফানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ছাত্র ও যুব বিষয়ক স¤পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ভোলা পৌরসভা সভাপতি মাওলানা মুহাম্মদ আক্তার হোসাইন, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সেক্রেটারি প্রভাষক মেহেদি হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদসহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আওতাধীন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০:৩৮:৫২ ৬৭ বার পঠিত